বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। নতুন নামকরণ হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এ স্টেডিয়াম দীর্ঘদিন ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। মৌসুম ভাগাভাগি করে ১৯৯৭ সাল পর্যন্ত ফুটবল ও ক্রিকেট লিগ এখানেই হতো। তৎকালীন ঢাকা স্টেডিয়ামে এশিয়া কাপ হকি, আন্তর্জাতিক কুস্তি ও ঘরোয়া অ্যাথলেটিকসের আসরও বসত। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৯৮ সালে প্রাচীনতম স্টেডিয়ামটির নামকরণ হয় ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বেশ কিছু স্টেডিয়ামের নাম বদল করেছে। উপজেলা পর্যায়ে ১৫০ স্টেডিয়ামের নাম বদল হয় চলতি মাসেই। এগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। এখন স্টেডিয়ামগুলো স্ব-স্ব উপজেলার নামে নামকরণ হয়েছে। দেশের নানা স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও বিদায়ি সরকারপ্রধানের পরিবারের অনেক সদস্যের নামে স্থাপনা ছিল। অন্তর্বর্তী সরকার এসবেরও নাম বদলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।