প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ব্যাংকিং সিস্টেমে বড় আকারে লুটপাটে জড়িত ১২ জনকে চিহ্নিত করা হয়েছে। তারা বিদেশে টাকা নিয়ে গেছেন। ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। দেশের অর্থনীতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গতকাল আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
শফিকুল আলম বলেন, আর্থিক প্রতিষ্ঠান খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মিটিংয়ে প্রফেসর ইউনূস বলেছেন, যারা যারা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের খুব দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা মূলত বাংলাদেশের মানুষের টাকা মেরে দিয়েছেন। তাদের যে করেই হোক আইনের আওতায় আনতে হবে। তিনি জানান, মিটিংয়ে দেশের বাইরে যেসব সম্পদ চলে গেছে, সেগুলে ফেরানোর বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, এস আলমের বাংলাদেশে যত অ্যাসেট আছে সব ফ্রোজেন করা হয়েছে। নগদের বিরুদ্ধেও কিছু অ্যাকশন নেওয়া হয়েছে। ব্যাংকিং সিস্টেমের লুটপাটে জড়িত ১২ জনকে চিহ্নিত করা হয়েছে। এরা কীভাবে টাকা নিয়েছে তার অনুসন্ধান চলছে।
প্রেস সচিব বলেন, বাংলাদেশ থেকে যে টাকাটা চলে গেছে, সেটা কীভাবে বাংলাদেশে ফেরানো যায়, সে বিষয়ে বিশদ বর্ণনা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। পাচারের টাকা ফেরাতে আমরা বিদেশি বিশেষজ্ঞ নিচ্ছি। স্পেশাল টাস্কফোর্স, গোয়েন্দা সংস্থা, এনবিআরসহ অনেক সংস্থা কাজ করছে। যুক্তরাজ্যের একটা টিম বাংলাদেশে এসে ঘুরে গেছে। এখন সুইজারল্যান্ডের একটা টিম বাংলাদেশের আসছে। আমরা ইউএসএর সঙ্গে কথা বলছি, কানাডার সঙ্গে কথা বলছি।
বৈঠকে আলোচনার সারমর্ম তুলে ধরে শফিকুল আলম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার নানা দিক নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির হিসাব চূড়ান্ত করা হয়েছে। জিডিপির গ্রোথ ছিল ৪ দশমিক ২২। এটা আগে ৫ শতাংশের বেশি দেখানো হয়েছিল। জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০ হাজার ২৭ বিলিয়ন টাকা। পার ক্যাপিটাল জিএনআই ২ হাজার ৭৩৮ ডলার। গত ৫ মাসে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এ সময়ে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশ। মূল্যস্ফীতি ১২ শতাংশ উঠে গিয়েছিল, সুদের হার বাড়ানোয় এটা আবার সিঙ্গেল ডিজিটে নেমেছে। আমাদের দৃঢ় বিশ্বাস, ২২ জুলাই মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে আসবে। আশা করছি, রোজার মাসে মূল্যস্ফীতি হবে না। বর্তমানে ১ দশমিক ৩৬ মিলিয়ন টন খাদ্যশস্য মজুদ আছে জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরে আরও ৯ লাখ টন খাদ্যশস্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজস্ব আহরণ বড় চ্যালেঞ্জ জানিয়ে প্রেস সচিব বলেন, এ সরকার দায়িত্ব গ্রহণের সময় রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় বেশি ছিল। ২০২২ সালের উপাত্ত অনুযায়ী, এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর জিডিপির অনুপাত ছিল ১৯ শতাংশের বেশি, যেখানে আমাদের কর জিডিপি ৭ দশমিক ৩ শতাংশ। বর্তমান সরকার কর জিডিপি বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে। ৪ সিটি করপোরেশনের আওতাধীন সব সরকারি কর্মচারী, সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ৪টি মোবাইল অপারেটর কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, ৬টি বহুজাতিক কোম্পানির সব কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। মূসক আদায় বাড়ানোর লক্ষ্যে তালিকাভুক্তির সীমা ৫০ লাখ থেকে ৩০ লাখ টাকায় ও নিবন্ধন সীমা ৩ কোটি থেকে ৫০ লাখ টাকায় নামানো হয়েছে। প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় ব্যাংকের অটোনমি দ্রুত নিশ্চিত করতে বলেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সব নতুন নিয়োগ স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টা একটি কমান্ড সেন্টার করার কথা বলেছিলেন। গতকাল সকালে সেটা চালু হয়েছে। কোরিয়ান ইপিজেডের জমির ওপর গত স্বৈরাচার সরকারের আমলের বড় বড় রাজনীতিবিদের নজর পড়েছিল। জমিটি নিতে চাচ্ছিল। যে কারণে অনেক বড় বড় কোম্পানি বিনিয়োগের আগ্রহ থাকলেও ফিরে যায়। জমিটির সমস্যা দূর করে ৬ ফেব্রুয়ারি ইপিজেডের কাছে কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।