বাংলাদেশ ও বাংলা ভাষায় মুগ্ধ হয়ে ভারত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে এসে বাংলা ভাষা শিখছেন ভারতের প্রবীণ শ্যাম বাবু গুন্টু। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ ও বাংলা ভাষা নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
প্রবীণ শ্যাম বাবু গুন্টু বলেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ। নদীমাতৃক ও কৃষিপ্রধান বাংলাদেশ অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ। আমি বাংলাদেশের দর্শনীয় সুন্দর স্থানগুলো ভ্রমণ করে দেখতে চাই। বাংলাদেশের প্রকৃতির মতোই সহজসরল এ দেশের মানুষ। তাদের ভালোবাসা, স্নেহ এবং আতিথেয়তার দৃঢ় অনুভূতি রয়েছে। এখানকার মানুষেরা প্রতিনিয়ত আমাকে অনেক ভালোবাসা এবং সুন্দর স্মৃতি উপহার দিয়ে যাচ্ছেন।
আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা শেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে পড়াশোনা আমার জন্য একটি বড় সুযোগ বাংলা ভাষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে জানার। এখানকার শিক্ষকরা আমাকে খুবই যতেœর সঙ্গে ভাষা শিখতে সহায়তা করছেন। আমি যদিও এখনো সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে পারি না। আশা করছি, দ্রুতই আমি সেটা আয়ত্তে আনতে পারব। এর মাধ্যমে আমি বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং বাংলাদেশ নিয়ে আরও ভালোভাবে জানতে পারব।
বাংলা ভাষা ও বাংলাদেশ সম্পর্কে সবাইকে জানাতে চাই মন্তব্য করে তিনি বলেন, আমি চাই যাদের এখনো এই সুন্দর দেশটিকে এবং এর সংস্কৃতিকে জানার সুযোগ হয়নি তারাও যেন জানতে পারে। বাংলাদেশ ও বাংলা ভাষা নিয়ে আমি তাদের জানাতে চাই। ভবিষ্যতের আমার মতো আরও অনেক জ্ঞানপিপাসু ভারত থেকে এই বাংলায় আসবে বলে আমি আশাবাদী।