বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হতে যাচ্ছে আজ। এরই মধ্যে বিদেশিদের বৈধতা অর্জনের জন্য বেঁধে দেওয়া সময় গতকাল শেষ হয়েছে।
জানা গেছে, সরকারের কাছে ১ লাখ ২০ হাজার বিদেশি নাগরিকের তথ্য রয়েছে। বিদেশি এসব নাগরিকের অনেকে নানা অপরাধের সঙ্গে জড়াচ্ছেন বলে জানা গেছে। এদিকে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন-সংক্রান্ত আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্ধারিত সময়ের বেশি কেউ দেশে অবস্থান করলে তাকে জরিমানা দিতে হবে। এ জরিমানা আগের থেকে পাঁচ গুণ বাড়ানো হয়েছে। দিনপ্রতি ২০০ টাকার স্থলে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা করা যেত। সেই আইন উঠিয়ে দেওয়া হয়েছে। এখন প্রতিদিন হিসাব করে জরিমানা দিতে হবে। বেঁধে দেওয়া সময়ের বাইরে যদি কেউ থেকে যায় তাকে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, বাংলাদেশে অবৈধ বিদেশির তথ্য পুলিশের বিভিন্ন ইউনিটে সরবরাহ করেছে বিশেষ শাখা (এসবি)। এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিতে বিভিন্ন কৌশল নির্ধারণ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।