যুক্তরাষ্ট্রে অভিবাসন সংকট আরও গভীর হয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, দেশজুড়ে পরিচালিত এক অভিযানে বৃহস্পতিবার ৫০০-এর অধিক কাগজপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিবাসন এজেন্টরা দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।
মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর পরিসংখ্যানের বরাত দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৫৩৮ জনকে গ্রেপ্তার ও ৩৭৩ জনকে আটক করা হয়েছে। ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, নেওয়ার্ক, মিয়ামিসহ একাধিক শহরে অপরাধের অভিযোগে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
আরেক খবর অনুযায়ী, অবৈধ অভিবাসীর গর্ভে কিংবা নন-ইমিগ্র্যান্ট ভিসায় আগত নারীর ঔরসে জন্ম নেওয়া সন্তানের নাগরিকত্বের সুযোগ বাতিলের যে আদেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি জারি করেছিলেন, সে আদেশ ‘স্পষ্টতই অসাংবিধানিক’ অভিহিত করে তার কার্যকারিতা ২৩ জানুয়ারি সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন স্টেটের সিয়াটল ফেডারেল ডিস্ট্রিক্ট জজ জন কোহেনুর। যুক্তরাষ্ট্রের কয়েকটি সিটি, মানবাধিকার সংগঠন এবং ২২টি স্টেটের পক্ষ থেকে পৃথক পাঁচটি আদালতে দায়েরকৃত মামলার একটি শুনানি অনুষ্ঠিত হয় এদিন। প্রাথমিক শুনানিতেই বিচারক ওই আদেশের বিরুদ্ধে সাময়িক স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন এবং তা অন্য সব আদালতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে বিচার বিভাগীয় কর্মকর্তারা উল্লেখ করেছেন।
অন্যদিকে, গুরুতর অপরাধে দি ত/চিহ্নিতরা ছাড়াও মামুলি অপরাধে লিপ্ত কাগজপত্রহীন অভিবাসীদের ঢালাওভাবে গ্রেপ্তার ও বহিষ্কারে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের পরিপূরক একটি বিল ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্র কংগ্রেসে (২৬৩-১৫৬) পাস হয়েছে। রিপাবলিকানদের সঙ্গে বেশ ৪৬ জন ডেমোক্র্যাট কংগ্রেসম্যানও ছিলেন এ বিলের পক্ষে।