নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ‘সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। সে দায়িত্বে আমরা অটল আছি এবং অটল থাকব। আমি বিশ্বাস করি প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে।’ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তিনি। এ সময় মাছউদ আরও বলেন, ‘আমরা ব্যালটের মাধ্যমেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই ভাবছি। কাজেই জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করতে পারি তার দিকে এগিয়ে যাচ্ছি।’