আমলাদের খপ্পর থেকে বেরিয়ে সরকারকে অবিলম্বে গণবিরোধী পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, আমলাদের প্রভাবে একের পর এক জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আমলারা সরকারকে জিম্মি করে ফেলেছে কি না সেই প্রশ্ন দেখা দিয়েছে। যে আমলাদের সঙ্গে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক ছিল না, তাদের পরামর্শে সরকারকে ভুল করলে চলবে না।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে পার্টির ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, রাষ্ট্র ও সমাজে বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের কোনো মনোযোগ দেখছি না। সরকারের আগ্রহ শুধু রাজনৈতিক সংস্কারে। অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দূর করতে না পারলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না।