ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘আমরা বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছি। দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ নিয়ে সহযোগিতা বিদ্যমান।’ গতকাল সাউথ ব্লকে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় থেকে আমার সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ভারতের কাছে স্ট্রাটেজিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিকটতম প্রতিবেশী। আমাদের একসঙ্গেই থাকতে হবে। একে অন্যকে বোঝা প্রয়োজন।’
জেনারেল আরও বলেন, ‘এ মুহূর্তে উভয় দেশের সীমান্ত নিয়ে কোনো সামরিক উত্তেজনা নেই। ২৪ নভেম্বর আমরা বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেছি। দুই দেশের সামরিক প্রশিক্ষণ নিয়ে সহযোগিতা বিদ্যমান। এতে কোনো খামতি নেই।’ তিনি বলেন, ‘এ সময়ে আমরা কেবল যৌথ সামরিক মহড়া স্থগিত রেখেছি। পরিস্থিতির উন্নতি হলেই পুনরায় শুরু হবে। দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়টি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলেই শুরু হবে। তবে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক আছে। কোনো টেনশন নেই।’