নতুন বছরের জন্য ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে গান গেয়েছেন গায়ক আসিফ আকবর। ‘মন জানে’ শিরোনামের গানটি শিগগিরই প্রচার হবে ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে থেকে।
বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছরের প্রথম সপ্তাহে প্রকাশ হবে 'মন জানে' গানটি। গান নিয়ে ইমরান বলেন, "আসিফ ভাই দুই যুগ ধরে সমান জনপ্রিয়। তার জন্য গান করাটা বেশ চ্যালেঞ্জের। আসিফ ভাইয়ের শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন সেভাবেই গানটি করা হয়েছে। আশা করছি সবার পছন্দ হবে।"
গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, "এটা আমাদের তিনজনের একসঙ্গে করা দ্বিতীয় গান। তবে এই গানের মিউজিক ভিডিওতে আসিফ ভাই ও ইমরান ভাইকে একসঙ্গে দেখা যাবে। রোমান্টিক ঘরানার গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস আমার।"
মন জানে গানের ভিডিও তৈরি করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হয়েছেন আহমেদ বিন সজীব, মহতারাম ও জিম। পাশাপাশি দেখা যাবে আসিফ ও ইমরানকে। এর আগে ইমরানের সুর ও সংগীতে ‘এত কেন ভালোবাসি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ