সভ্য সমাজের অপরিহার্য অঙ্গ হিসেবে বিবেচিত বিচার বিভাগ। রাষ্ট্রের অন্য দুটি অঙ্গ নির্বাহী ও আইন বিভাগের মতোই বিচার বিভাগ সমগুরুত্ব পায় অগ্রসর গণতান্ত্রিক দেশগুলোতে। আইনের শাসন ও প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ ভূমিকা রাখে। প্রধান বিচারপতি সংগত কারণেই বিচার বিভাগকে রাষ্ট্রের তৃতীয় অঙ্গ হিসেবে নয় বরং নির্বাহী ও আইন বিভাগের সমমর্যাদায় উন্নীত করার ওপর জোর দিয়েছেন। আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগকে নির্বাহী ও আইন বিভাগের সমপর্যায়ে উন্নীত করার যে কথা বলেছেন, তা খুবই তাৎপর্যপূর্ণ। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে অতীতে অন্য বিভাগের খবরদাবির মুখে পড়তে হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে বিচারপতিদেরও জনরোষের শিকার হতে হয়েছে অবাঞ্ছিত খবরদারির কারণে। আশার কথা, জুলাই গণ অভ্যুত্থানের পর বিচার বিভাগকে স্বাধীন ও স্বকীয় মর্যাদায় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। স্মর্তব্য গত ২৪ মার্চ হাই কোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২৫ মার্চ শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁদের নিয়োগ কার্যকর হয়। আপিল বিভাগের দুই বিচারপতিকে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, গত বছরের শেষদিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরু হয়েছে। শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এটি সুপ্রিম কোর্টের স্বায়ত্তশাসিত কাঠামো। বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলও একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এই কাঠামো নির্বাহী ও আইন বিভাগের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগকে পূর্ণ স্বায়ত্তশাসনের দিকে নিয়ে যেতে পারে। আমরা আশা করব, বিচার বিভাগের স্বায়ত্তশাসন নিশ্চিত হওয়ায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়ও তা অবদান রাখবে।
শিরোনাম
- স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন যুবক
- কেসিসির লাইসেন্স কর্মকর্তা রবি গ্রেফতার
- মালয়েশিয়ায় কদর বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তার গরুর খামারের
- প্রথমে মেয়েকে, পরে ছেলের গলা কাটেন মা
- পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারেক রহমানের শোক
- সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার
- সাবেক প্রতিমন্ত্রী এনামের ব্যাংক হিসাব-শেয়ার অবরুদ্ধ, গাড়ি জব্দ
- কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু জুলাইয়ে
- টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক-শেয়ার অবরুদ্ধ
- ‘নির্বাচনের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষার কারণ দেখি না’
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- খামারি অ্যাপ ব্যবহার করে কৃষকের হেক্টর প্রতি লাভ ১৬ হাজার টাকা
- বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস বিডার, পুলিশের জরুরি হটলাইন
- দুবাই বিমানবন্দর থেকে পাকিস্তানি টিকটকার গ্রেফতার
- কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
- যেমন ছিলেন পোপ ফ্রান্সিস
- মাদারীপুরে ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
- ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- সিডনিতে ঢাকা কলেজ অ্যালাইমনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত
- রাজনীতিতে আগ্রহ নেই, আসবও না : সৌরভ গাঙ্গুলী