আমার মতো সত্তরের ওপর যাঁদের বয়স, মোনায়েম খানের নামটি তাঁদের মনে থাকার কথা। ষাটের দশকে তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের ডাকসাইটে গভর্নর। আইয়ুব খানের একান্ত বশংবদ অনুচর। কথায় কথায় বলতেন ‘আমার প্রেসিডেন্ট’। আইয়ুব খান দিনকে রাত বললে মোনায়েম খানও নাকি রাত ভাবা শুরু করতেন। এমনই মোসাহেব ছিলেন তিনি, নিজ দল মুসলিম লীগের অনেক নেতাও ছিলেন তাঁর ওপর বিরক্ত।
পাকিস্তানের সামরিক শাসনামলে স্বঘোষিত ফিল্ড মার্শাল আইয়ুব খানের এই বশংবদ অনুচর সম্পর্কে অনেক চুটকি প্রচলিত ছিল। বিশেষত আইয়ুবের স্বৈরাচারী শাসনের প্রতিবাদ করতে গিয়ে যেসব বাঙালি বন্দি ছিলেন, তাঁরা জেলখানায় বসে মোনায়েমের মোসাহেবি নিয়ে খোশগল্পে সময় কাটাতেন। এ প্রসঙ্গে মনে পড়ছে, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম প্রধান আসামি লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে শোনা চুটকি। চুটকিটি পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগসংক্রান্ত। সেই কিশোর বয়সে শোনা গল্পটি হুবহু মনে আছে কি না, জানি না। তবে ভাষার রদবদল হলেও তার মূলটি ছিল এরকম।
মশরেকি পাকিস্তানের গভর্নর নিয়োগের জন্য জেনারেল আইয়ুব খান ইন্টারভিউ নিচ্ছেন। ইন্টারভিউ দিতে এসেছেন চট্টগ্রামের ডাকসাইটে মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরী, খুলনার খান এ সবুর খান এবং ময়মনসিংহের বটতলার উকিল মোনায়েম খান। প্রথমেই ইন্টারভিউর জন্য ডাকা হলো খান এ সবুর খানকে। আইয়ুব শরাবের পেয়ালা মুখ থেকে নামিয়ে নেশা ঢুলু ঢুলু চোখে বললেন, ‘সবুর তুম পারনে সাকে গা?’ খান এ সবুর খান বাহাদুরের মতো বলে উঠলেন, ‘হুজুর জরুর পারে গা! হ্যাম খুলনাকো জ্যায়সে মডার্ন সিটি বানাইয়া ওই সে মশরেকি পাকিস্তান কো মডার্ন বানায় গা।’ আইয়ুব সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ‘নেহি তোম সাকে গা নেহি।’ গেটআউট বলে তাঁকে চলে যেতে বললেন। খান এ সবুর হতাশ হয়ে ঢুলতে ঢুলতে বের হলেন ইন্টারভিউ রুম থেকে। এবার ডাকা হলো ফজলুল কাদের চৌধুরীকে। হামবড়া হিসেবে তাঁর ‘দুর্নাম’ ছিল। বলা হতো চট্টগ্রামের বাঘ নামে পরিচিত এ নেতাটি প্রেসিডেন্টকেও খুব একটা তোয়াক্কা করতেন না। আইয়ুবের সন্দেহ ছিল ফজলুল কাদের চৌধুরী হয়তো নিজেকে প্রেসিডেন্টের চেয়েও বড় মনে করেন।
যা হোক ফজলুল কাদের চৌধুরী সামনে আসতেই শরাবে চুর আইয়ুব তাঁকেও একই প্রশ্ন করলেন। বললেন, ‘ফ.কা.চৌ. তুম পারনে সাকে গা?’ কোনো রকম দ্বিধা না করে ফজলুল কাদের চৌধুরী জবাব দেন, ‘সদর সাব আপ কিয়া বোলতা হ্যায়। হাম আপসে জ্যায়দা সাকেঙ্গে।’ অর্থাৎ প্রেসিডেন্ট তুমি বলছো কী, আমি তোমার চেয়েও ভালো পারব। আইয়ুব খান ফজলুল কাদের চৌধুরীর এই হামবড়া মনোভাবকে ‘অযোগ্যতা’ বলেই ভাবলেন। বললেন, ‘নেহি তোম সাকেঙ্গে নেহি, হট যাও’ বলে তাঁকেও যেতে বললেন। ইশারা দিলেন এবার মোনায়েম খানকে ডাকতে। চাপরাশি মোনায়েম খানের নাম হাঁকতেই করজোড় করে তিনি প্রবেশ করলেন ইন্টারভিউ কক্ষে। সুবোধ বালকের মতো দৃষ্টি অবনত করে ঠায় দাঁড়িয়ে রইলেন প্রভুর সামনে। খান এ সবুর খান ও ফজলুল কাদের চৌধুরীর ইন্টারভিউ নিতে গিয়ে ইতোমধ্যে স্বঘোষিত ফিল্ড মার্শাল বেশ কিছুটা বোর ফিল করছেন। তিনি ধমকের সুরে বললেন, ‘মোনায়েম তুম পারনে সাকে গা?’ প্রভুর দিকে মুখ না তুলেই তিনি জবাব দিলেন, ‘সদরজি, আপ কা কিয়া মালুম।’ আইয়ুব ধমক দিয়ে বলে উঠলেন, ‘তোম সাকেঙ্গে নেহি।’ মোনায়েম জবাব দিলেন, ‘আপ ঠিক বোলা, হাম সাকেঙ্গে নেহি।’
আইয়ুব এবার বললেন, ‘আপসে ইয়ে কাম হোনা ভি সাকতা।’ সঙ্গে সঙ্গে মোনায়েমের জবাব, ‘জি হুজুর হোনা ভি সাকতা।’ আইয়ুব তাঁর এই হ্যাঁ-হুজুর মনোভাবে এতটাই খুশি হলেন যে সঙ্গে সঙ্গে তাঁকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করলেন। প্রভুর প্রতি মোনায়েমের আনুগত্য নিয়ে সে সময় অনেক চুটকি প্রচলিত ছিল। আগরতলা ষড়যন্ত্র মামলার আরেক অভিযুক্ত সুবেদার আবদুর রাজ্জাকের কাছে শোনা। প্রেসিডেন্ট আইয়ুব খান এসেছেন মশরেকি মলুক সফরে। তেজগাঁও বিমানবন্দরে ভোর থেকেই উপস্থিত গভর্নর মোনায়েম খান। প্রেসিডেন্টের বিমান ল্যান্ড করল বেলা ১১টা নাগাদ। বিমান থেকে নেমেই আইয়ুব খান কোলাকুলি করলেন মোনায়েম খানের সঙ্গে। কোলাকুলির সময় তাঁর মনে হলো, গভর্নরের বুকটা অমন শক্ত লাগছে কেন? সন্দেহ নিরসনে তিনি সামরিক সচিবকে বললেন, গভর্নরের দেহ তল্লাশি করতে। যেমন কথা তেমন কাজ। মোনায়েম খানের দেহ তল্লাশি করতেই বুকের মধ্যে পাওয়া গেল ‘ফ্রেন্ডস নট মাস্টার্স’-এর একটি কপি। আইয়ুব খানের লেখা যে বইটি তাঁর চামচাদের কাছে ছিল পবিত্র গ্রন্থের মতো।
মোনায়েম খান চামচাগিরির জন্য ছিলেন সমালোচিত। আইয়ুব খানকে তুষ্ট করতে তিনি আপন জাতির বিরুদ্ধে দাঁড়াতে কসুর করেননি। মোনায়েম এতটাই খয়ের খাঁ ছিলেন যে, খোদ মুসলিম লীগেও তাঁর বিরুদ্ধে ক্ষোভ ছিল। বিশেষত ফজলুল কাদের চৌধুরী, খান এ সবুর খান, কাজী কাদের প্রমুখ ব্যক্তি ছিলেন মোনায়েমের ঘোর বিরোধী। ষাটের দশকে মোনায়েম খান মোসাহেব বুদ্ধিজীবীদের দিয়ে রবীন্দ্রবিরোধী মাতম তোলেন। বেতারে রবীন্দ্রসংগীত নিষিদ্ধ ঘোষণা করেন তিনি। তাঁর এ সিদ্ধান্তের বিরুদ্ধে শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবীরা প্রতিবাদী হয়ে ওঠেন। এ সময়ে মোনায়েম খান নাকি তাঁর চামচা এক বুদ্ধিজীবীকে তাগিদ দেন রবীন্দ্রসংগীত রচনার জন্য।
বেতার-টেলিভিশনে রবীন্দ্রসংগীত বন্ধের বিরুদ্ধে আন্দোলনে ঢাকা প্রেস ক্লাব বিশিষ্ট ভূমিকা পালন করে। সে সময় প্রেস ক্লাবে পাকিস্তান সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সাংবাদিক-বুদ্ধিজীবীদের এক প্রতিবাদ সভা হয়। এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা আবুল হাশিম। সভাপতির ভাষণে আবুল হাশিম একটি মজার কাহিনি বলেন। গভর্নর মোনায়েম খান এবং পাকিস্তানের তৎকালীন তথ্যমন্ত্রী খাজা শাহাবুদ্দিনকে বিদ্রুপ করাই ছিল ওই কাহিনির উদ্দেশ্য। কাহিনিটি হলো, ‘কলকাতার নিউ থিয়েটার্সে শাহাজান নাটকে আলমগীরের ভূমিকায় অবতীর্ণ হতেন প্রখ্যাত নট শিশির ভাদুড়ি। মঞ্চে গিয়ে তিনি বলতেন, ‘মুরাদ- আমার সামনে থেকে দূর হয়ে যাও? তোমার মুখে সুরার গন্ধ।’ দৃশ্য শেষে শিশির ভাদুড়ি গ্রিন রুমে এসে হুকুম দিতেন, ‘বেয়ারা শারাব লও। আসলে এরা সবাই আলমগীররূপী শিশির ভাদুড়ি।’
প্রেসিডেন্ট আইয়ুব ও তাঁর ঠুঁটো জগন্নাথ গভর্নর মোনায়েমের আমলে বাক্স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার কণ্ঠ রোধ করা হয়। যে কারণে সাংবাদিকরা আইয়ুব-মোনায়েমের বিরুদ্ধে চুটকি রচনা করে মনের ক্ষোভ মেটানোর চেষ্টা করতেন। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিকরা অনেক ক্ষেত্রে মুখ্য ভূমিকাও পালন করেন। সাংবাদিকদের সরকারবিরোধী আন্দোলনে একবার প্রেস ক্লাব থেকে মিছিল বের করা হলে তাতে নেতৃত্ব দেন অধুনালুপ্ত ‘আজাদ’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক অশীতিপর বৃদ্ধ মওলানা আকরম খাঁ। তাঁর পক্ষে হেঁটে চলা সম্ভব ছিল না বলে তিনি মিছিলের অগ্রভাবে রিকশায় বসে নেতৃত্ব দেন।
কথায় বলে যারে দেখতে নারি তার চলন বাঁকা। মোনায়েম খান মোসাহেবির জন্য অনেকের কাছে এতটাই অপ্রিয় ছিলেন যে তাঁর সাধারণ জ্ঞান ও বোধশক্তি নিয়েও প্রশ্ন তোলা হতো। গভর্নর গেছেন তাঁর নিজ জেলা ময়মনসিংহ সফরে। জেলা প্রশাসকের বাসভবনে দাওয়াত ছিল ‘ছোট লাট’-এর। লাঞ্চ খেতে খেতে হঠাৎ তাঁর দৃষ্টি গেল দেয়ালের দিকে। সেখানে টাঙানো ছিল স্যার জন স্টুয়ার্ট মিলের ছবি। মোনায়েম ডিসিকে জিজ্ঞেস করলেন, ‘হেই ছবিটা কার?’ ডিসি জবাব দিলেন, ‘স্যার জন স্টুয়ার্ট মিলের।’ গভর্নর বুঝতে না পেরে আবারও বললেন, ‘কী কইল্যা কার ছবি?’ ডিসি এবার সংক্ষিপ্তভাবে জবাব দিলেন, ‘স্যার ওটা মিল-এর ছবি।’ মোনায়েম ব্যঙ্গস্বরে পাশে বসা তাঁর সামরিক সচিবকে বললেন, ‘দেখছ মিয়া আমি বলছি হেই মানুষটা কেডা আর কয় কিনা মিলের ছবি।’
মোনায়েম খানের আমলে সরকারি পৃষ্ঠপোষকতায় চলেছে রবীন্দ্রবিরোধী প্রচারণা। একজন সাংবাদিক ওই সময় গেলেন জ্ঞানতাপস ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহ্র কাছে। উদ্দেশ্য বাংলা ভাষার এই দিকপালের কাছ থেকে রবীন্দ্রবিরোধী সার্টিফিকেট আদায় করা। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সাংবাদিকদের আবদারের কথা শুনলেন। কোনো কথা না বলেই তিনি তাঁদের কাছ থেকে নেওয়া সেদিনের বিভিন্ন দৈনিক পত্রিকায় চোখ বুলাচ্ছিলেন। ঘটনাক্রমে সেদিন প্রতিটি দৈনিকে ছাপা হয়েছিল বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী সে বছরের শ্রেষ্ঠ সুন্দরীর ছবি।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ উপস্থিত সাংবাদিকদের বললেন, ‘বাছারা এটা কি বিশ্বসুন্দরীর ছবি?’ সবাই জবাব দিলেন, ‘হ্যাঁ।’ তিনি জিজ্ঞেস করলেন, ‘এই সুন্দরী মেয়েটির দেহে নাক ছোঁয়ালে এমন কোনো জায়গা কি পাওয়া যাবে, যেখানে দুর্গন্ধ মিলবে।’ সাংবাদিকরা সোৎসাহে জবাব দিলেন, ‘হ্যাঁ।’ ড. শহীদুল্লাহ্ এবার বললেন, ‘তা বাছারা এই বিশ্বসুন্দরীর বিশ্বজনীন সৌন্দর্য উপভোগ না দুর্গন্ধযুক্ত জায়গায় নাক ছোঁয়াচ্ছ কেন?’
পাদটীকা : ‘কাউয়া’ শব্দটি বাংলা ভাষার একটি আঞ্চলিক শব্দ। উইকিপিডিয়া অনুসারে শব্দটিকে রাজনৈতিক গালি হিসেবে ধরা হয়। আওয়ামী লীগের গুণধর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শব্দটি প্রথম ব্যবহার করেন সিলেটের এক জনসভায়। দলে অনুপ্রবেশকারী ধুরন্ধরদের তিনি অভিহিত করেন কাউয়া নামে। সাধারণ মানুষ লুফে নেয় কাউয়া শব্দটি এবং বুমেরাং হয়ে তা ব্যবহৃত হয় ওবায়দুল কাদেরের ওপরেই। ‘কাউয়া কাদের’ হিসেবেই তিনি পরিচিতি লাভ করেন রাজনৈতিক অঙ্গনে। সামাজিক প্রচারমাধ্যমের কল্যাণে কাউয়া শব্দটি ওবায়দুল কাদেরের ট্রেডমার্কে পরিণত হয়।
সৈয়দ আশরাফুল ইসলামের মতো একজন সজ্জন ব্যক্তিকে সরিয়ে ২০১৬ সালে আওয়ামী লীগ কাউন্সিলে বেছে নেওয়া হয় ওবায়দুল কাদেরকে। ২০১৯ সালে তাঁর রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে নেওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। আড়াই মাস চিকিৎসার পর দেশে ফিরে এলেও বলনে-কথনে ভারসাম্যহীনতা দেখা দেয় ওবায়দুল কাদেরের মধ্যে। কিন্তু নেত্রীর প্রিয়ভাজন হওয়ায় তাঁকে শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকই নয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর মতো লোভনীয় পদেও বহাল রাখা হয় অজ্ঞাত কারণে। বলা হয় নেত্রীকে তোষণ ও চামচাগিরির দিক থেকে ওবায়দুল কাদের ছিলেন মোনায়েমের চেয়েও এগিয়ে।
লেখক : সিনিয়র সহকারী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন
ইমেইল : [email protected]