ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চারটি ইউনিয়নের তিন শতাধক মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান দিয়েছে আব্দুর রহিম কল্যান ট্রাষ্ট। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরের আর্থিক সহযোগীতায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের বেপারী বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। আব্দুর রহিম বেপারীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান সিকদার, মো. আব্দুল কুদ্দুস, হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কবির, সাবেক ইউপি চেয়ারম্যান ওবায়দুল বারী দিপু খা।
পরে চরভদ্রাসন উপজেলার চারটি ইউনিয়নের তিন শতাধিক মসজিদের ইমামদের মাঝে চাল, ডাল, তেল, চিনিসহ খাদ্য সামগ্রী এবং আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল