বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ১৫ বছর ধরে অত্যাচার চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি ফ্যাসিষ্ট সরকার। সর্বশেষ নির্বাচনের সময়েও বিএনপির ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে বিভিন্ন প্রলোভন দেয়া হয়েছিল। কিন্তু দলের প্রতি আনুগত্যের কারণে বিএনপির নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেছে। দল এখন ঐক্যবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংস্কার করে যেকোন সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে।
সোমবার বিকেলে দুমকি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দুমকী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে জেলা বিএনপির সদস্য মো. মাকসুদ আহমেদ বাইজিদ পান্নাসহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল