ঝিনাইদহের শৈলকুপায় ভয় দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
ওই শিক্ষার্থীর অভিভাবক জানান, গত ৩ মার্চ দেবতলা গ্রামের আহতাফ কাজীর ছেলে রিপন কাজী আমার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ধারালো ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে। এরপর অসুস্থ মেয়েকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাই।
পরে স্থানীয়দের সাথে আলাপ আলোচনা করে থানায় এজাহার দায়ের করেছি।
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, আমরা একটা অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ