ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নবজাতকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকার একটি ঝোপ থেকে কাঁথা মোড়ানো অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, কুট্টাপাড়া এলাকার খেলার মাঠের উল্টো পাশে ঝোপঝাড়ে কান্নার শব্দ শুনে পথচারীরা এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে কাঁথায় মোড়ানো মেয়ে নবজাতক শিশু পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ নবজাতককে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
তিনি আরো জানান, শিশুটির বয়স হবে এক বা দুইদিন। উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে জেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু কনসালটেন্ট ডাঃ মোঃ আকতার হোসাইন বলেন, নবজাতকটিকে শিশু বিভাগে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বাচ্চাটি বর্তমানে সুস্থ আছে।
বিডি প্রতিদিন/এএম