‘গৌরবের দুই দশক’ শ্লোগানে জমকালো আয়োজনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত শিশু মেলা আইডিয়াল স্কুলের ২০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে একটি আনন্দ শোভাযাত্রা কালীগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে শিশু মেলা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণী ও রাইফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা ও তৎকালীন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও শিশু মেলা আইডিয়াল স্কুলের সভাপতি তনিমা আফ্রাদ। এতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন, শিশু মেলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুসরাত ফারহানা সিমি, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা জামায়াতের আমির মাহমুদুল হাসান প্রমুখ।
শিশু মেলা আইডিয়াল স্কুলের ২০ বছর বা ২ দশক পূর্তিতে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। ২০০৪ সালে প্রতিষ্ঠিত শিশু মেলা স্কুল প্রাঙ্গণ। ওই সময়ের শিশুমেলা স্কুলের শিশু শিক্ষার্থীরা এখন সবাই বয়সে তরু-তরুণী। প্রাক্তন শিক্ষার্থীদের কেউ কেউ উপস্থিত সকলের সামনে তাদের পুরনো অনুভ‚তি প্রকাশ করেন। পারস্পরিক মতবিনিময় ও স্মৃতিচারণে তারা ফিরে যায় সেই শিশুকালে। তাদের নির্মল হাসি, বাধ ভাঙ্গা আনন্দ আর খুশি যেন শিশু মেলা প্রাণ ফিরে পেয়েছে।
পরে শিশুমেলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কালীগঞ্জ শিল্পকলা একাডেমিরা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিান পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/এএম