নারায়ণগঞ্জে মাাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ের রাখার দাবিতে জামায়াত ইসলামীর উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমআর নামাজের পর নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামীর উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি শহরের মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে চাষাঢ়া গোল চত্ত্বর হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আবদুল জব্বার বলেন, মাহে রমদানের পবিত্রতা রক্ষার জন্য সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করবো। দিনের বেলা নারায়ণগঞ্জে যত হোটেল, রেস্তোরাঁ, সিনেমা হল আছে সেগুলো বন্ধ রাখতে হবে। কোনো ব্যবসায়ী এমন কোনো কাজ করবেন না, যেটি মুসলমানদের ইমান আকিদাকে চ্যালেঞ্জ করবে।
তিনি আরও বলেন, আমরা দেখতে পাই অসাধু ব্যবসায়ীরা মাহে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। আমরা বাজার কমিটি, ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বলতে চাই এবারের রমদানে বাজার মনিটরিং করুন। সাধারণ মানুষের যেন কোনো রকমের কষ্ট না হয়। আমরা সবাই মিলে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন, নাসির হোসাইন, প্রচার সম্পাদক আব্দুর মোমিন ও ওলামা মাশায়েখ মহানগর সভাপতি সাইফুদ্দিন মনিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ