দীর্ঘ দেড় বছর ধরে ভেঙে পড়ে থাকা দিনাজপুরের ফুলবাড়ীর খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের সংযোগ সেতুটি সংস্কার করে আবারও সচল করা হয়েছে। সেতুটি দিয়ে দুই ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন ভেঙে থাকার পর এলাকার মানুষের দুর্ভোগের কথা ভেবে বেইলি ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেন দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এর আগে বর্ষার স্রোতে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর সেতুটি ভেঙে পড়লে ফুলবাড়ীর দৌলতপুর ও খয়েরবাড়ী ইউনিয়নের সংযোগ সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে বারাইপাড়া, মহদিপুর, জয়নগর, গড়পিংলাই, ঘোনাপাড়া, লক্ষ্মীপুর, খয়েরবাড়ী, বেতদিঘি, দৌলতপুরসহ ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ে। এলাকাবাসীকে প্রয়োজনীয় কাজে ইউনিয়ন পরিষদ বা হাটবাজারে যেতে হলে চার-পাঁচ কিলোমিটার রাস্তা পার হতে হতো। কিন্তু সেতু ভেঙে পড়ায় বিকল্প পথে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছিল।
এ বিষয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, "দেড় বছর আগে বর্ষার স্রোতে বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ে। অবশেষে এলাকার মানুষের কষ্টের কথা ভেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে আমরা সেতুটি সংস্কার করেছি। তবে ফুলবাড়ীতে স্থায়ী সংস্কার করতে হলে সেতুর মুখে যে ক্যানেলটি রয়েছে, সেটি আরও কমপক্ষে ১০০ মিটার বৃদ্ধি করে সেতুর নিচ দিয়ে পার করতে হবে। নয়তো বর্ষার পানিতে এই ভাঙন রোধ করা সম্ভব হবে না।"
স্থানীয়রা জানান, "দীর্ঘদিন ধরে ভেঙে থাকা সেতুটি সংস্কার না করায় আমাদের চলাচলে চরম ভোগান্তি হতো। দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম উদ্যোগ নিয়ে সেতুটি সচল করায় আমরা তাকে সাধুবাদ জানাই। তবে বর্ষার পানিতে আবারও সেতুর পাড় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তাই এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছি।"
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল জানান, "ব্রিজটি আপাতত চলাচলের উপযোগী করা হয়েছে। স্থায়ী সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।"
উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের ১০টি গ্রামের দুই হাজার ১০০ বিঘা ফসলি জমির জলাবদ্ধতা নিরসনে ২০২০ সালে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে পানি নিষ্কাশনের জন্য দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া এলাকায় ৯০০ ফুট খালসহ সড়কের ওপর এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়।
বিডি প্রতিদিন/আশিক