কুমিল্লায় র্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান।
গ্রেফতার করা হয় নগরীর ধর্মপুর এলাকার আশিক (৩২), সদর দক্ষিণ উপজেলার জামিল হোসেন (১৯), নগরীর মোগলটুলি এলাকার মোঃ জিসান (১৯) ও ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার আসিফুর রহমান আসিফকে (২২)।
র্যাব জানায়, রবিবার গভীর রাতে সদর উপজেলার ধর্মপুর এলাকায় থেকে চার যুবককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ টি সুইচ গিয়ার, ১ টি চাকু, ১ টি এন্টিকাটার, ২ টি বাটালি, ১ টি টর্চ লাইট ও গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল