বগুড়ায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীরভবন গ্রামে বজ্রপাতে মোহাম্মদ আকন্দ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ আকন্দ গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, মোহাম্মদ আকন্দ শনিবার (২২ ফেব্রুয়ারি) যোগীরভবন গ্রামের কৃষক জনৈক তোফাজ্জল বারীর জমিতে ইরি-বোরো ধান রোপণের কাজ নেন। রবিবার সকালে মেঘের গর্জনসহ হালকা বৃষ্টির মধ্যে মাঠে ধানের চারা উঠাতে যান তিনি। এসময় সেখানে বজ্রপাত ঘটলে মোহাম্মদ আকন্দ ঘটনাস্থলেই মারা যায়। নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে বিদ্যুৎস্পৃষ্টে ইমরান হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, ইমরান তার শোবার ঘরে বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন