দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে দীপংকর রাহা বাপ্পী (৫৫) নামে স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করে পুলিশ।
দীপংকর রাহা বাপ্পী বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড়ের মৃত দিলীপ রাহার ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বলেন, দীপংকর রাহা বাপ্পী বীরগঞ্জসহ দিনাজপুর সদর থানার একাধিক মামলার আসামি।
বিডি-প্রতিদিন/বাজিত