রাজবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে আজ মঙ্গলবার দুপুরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ শোভাযাত্রাটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নতুন কমিটির তিন নেতাকে ফুল দিয়ে বরণ করেন। এসময় সেখানে নেতাকর্মীদের মিষ্টিমুখের আয়োজন করা হয়। আনন্দ শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে রাজবাড়ী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তিন সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. আব্দুল মালেক খানকে আহ্বায়ক, মো. তুহিনুর রহমানকে সদস্য সচিব ও এস এম জান্নাতুলকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক করে কমিটি ঘোষণা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।
আনন্দ শোভাযাত্রা শেষে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল মালেক খান বলেন, আমাদের ১০ দিন সময় দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করতে। সুষ্ঠ নির্বাচন ও ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই সময়ের মধ্যে আমরা পূর্ণাঙ্গ কমিটি করতে সক্ষম হবো।
এসময় সদস্য সচিব মো. তুহিনুর রহমান বলেন, আমারা দুইজন মাঠের কর্মী। আমাদের পক্ষে ১০ দিন অনেক সময়। আমরা এই সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করতে পারবো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ