জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।
তিন সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছে মো. আব্দুল মালেক খান, সদস্য সচিব মো. তুহিনুর রহমান তুহিন ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক হয়েছেন এস এম জান্নাতুল। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দানের নির্দেশনা প্রদান করা হয়েছে।
কমিটির ঘোষণা পর সদস্য সচিব মো. তুহিনুর রহমান বলেন, আমরা চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ একটি আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে।
বিডি প্রতিদিন/এএম