নাটোরের বড়াইগ্রামে চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে তোজাম্মেল হক (৪২) নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার গাড়ফা মাদরাসা মোড়ে এ ঘটনা ঘটে।
এ সময় তথ্য সংগ্রহে যাওয়া এক সাংবাদিকের উপরেও হামলার চেষ্টা করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ফা মাদরাসা মোড়ে একই এলাকার আব্দুল জব্বারের ছেলে তোজাম্মেল হকের মোল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। চান্দাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমদাদুল হক এবং তার ভাই যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আন্তাদুল ইসলাম বিভিন্ন সময়ে ব্যবসায়ী তোজাম্মেল হকের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। শনিবারও তারা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু তিনি তা দিতে অস্বীকৃতি জানালে আরও লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ওয়ার্কশপে গিয়ে তারা তোজাম্মেলকে এলোপাতাড়ি মারপিট করেন। এ সময় স্থানীয় একজন সংবাদকর্মী তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে তার উপরও চড়াও হয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্বজনরা তোজাম্মেলকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।
এ ব্যাপারে চান্দাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমদাদুল হক বলেন, ব্যবসায়িক একটি বিষয় নিয়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে। মারপিট ও চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই