গাজীপুরে আওয়ামী ক্যাডারদের হাতে জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা কাশেম হত্যার প্রতিবাদ ও গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি।
বৃহস্পতিবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডা. আসফাক আহমেদ, মহানগরের আহ্বাক ইমতিয়াজ আহমেদ, মূখ্য সংগঠক নাহিদ হাসান খন্দকার প্রমুথ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৬ বছর সাধারণ মানুষের ওপর নির্যাতন করেছে। জুলাই আন্দোলনে নির্বিচারে সাধারণ শিক্ষার্থীসহ মানুষদের ওপর গুলি চালিয়েছে। এতে করে তারা রাজনীতি করার অধিকার হারিয়েছে। এতো মানুষকে হত্যা করেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিল পরিমাণ অনুশোচনা হয়নি। তারা আবারও আমাদের ওপর হামলা চালানোর চেষ্টা চালিয়েই যাচ্ছে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কাশেম হত্যার সুষ্ঠু বিচার করতে হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন