বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১১ বিজিবির অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভালুখাইয়া রাবার বাগান এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন অধীনস্থ ভালুখাইয়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানাধীন সদর ইউনিয়নের ভালুখাইয়া রাবার বাগান এলাকায় অভিযান চালায়। এসময় তল্লাশি করে জঙ্গলের মধ্য থেকে একটি অবৈধ দেশীয় অস্ত্র ও এক রাউন্ড গুলি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত একটি অস্ত্র এবং এক রাউন্ড গুলি নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর ও পলাতক আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আভিযানিক ব্যবস্থা এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই