সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ব্রম্মগাছা বাজারের গোলবার হোসেন মিঞার মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক মতিয়ার রহমান মতি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব ও কাওয়াকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টি.এম শাহাদৎ হোসেন ঠান্ডু, রায়গঞ্জ-তাড়াশ আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য রাহিদ মান্নান লেলিন, রায়গঞ্জ থানা বিএনপির আহ্বায়ক শামছুল হক শামছু, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হকসহ কৃষকদলের সকল নেতৃবৃন্দ। সমাবেশে সহ্রাধিক কৃষকদলের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় জেলা কৃষকদলের আহ্বায়ক মতিয়ার রহমান মতি বলেন, কৃষকরাই হলো দেশের প্রাণ। কৃষকরা খাদ্য উৎপাদন করে দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করেন। দেশ নায়ক তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছে তার মধ্যে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য নানা উদ্যোগ রয়েছে। ৩১ দফা বাস্তবায়ন হলে কৃষকদের সকল সমস্যা দূর হবে। তাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকল কৃষককে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে ঘরে ঘরে ৩১ দফা পৌছাতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল