বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে খোয়াজপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় মাদারীপুর সদর উপজেলা কৃষকদলের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম সম্রাট রোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল এস. এম ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, কৃষকদলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. মনিরুজ্জামান দিপু, মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইউনুস শিকদার, মাদারীপুর জেলা কৃষকদলের আহবায়ক এ্যাড. অলিউর রহমান দর্জি, সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদসহ কৃষকদলের নেতাকর্মীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ