গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিকদার মো. জিননুরাইনের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ও পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় ড.ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অধ্যক্ষের পদত্যাগের দাবি জানায় মানববন্ধনকারীরা। পরে ওই স্থানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ড. ইমদাদুল হক মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য ড. কাওছার তালুকদার ও কলেজের প্রতিষ্ঠাতা ইমদাদুল হকের ভাতিজা মফিজুল হক মিন্টু।
এ সময় দাতা সদস্য ড.কাওছার তালুকদার বলেন, ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিকদার মোহাম্মদ জিননুরাইন ভুয়া তথ্য দিয়ে এই প্রতিষ্ঠানে চাকুরি নেন। এরপর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলেজে অনিময় ও অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য শুরু করেন। যা দুর্নীতি দমন কমিশন তদন্ত করলে বের হয়ে আসবে। এমনকি তার হাতে অবৈধভাবে নিযোগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্ত করতে জাল সার্টিফিকেট প্রদান করে।
সংবাদ সম্মেলনে কলেজের প্রতিষ্ঠাতা ইমদাদুল হকের ভাজিতা মফিজুল হক মিন্টু বলেন, অযোগ্য কিছু শিক্ষককে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এ অধ্যক্ষকে অপসারণ করে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে দাতা সদস্য মোহাম্মদ ইবাদত হোসেন, গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক কোষাধ্যক্ষ্য নুরুল আমিন, ডুমরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল্লাহ ইব্রাহিম তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমরিয়া ইউনিয়নের সভাপতি মোমরেজ ফকির, নাজিরপুর উপজেলা শ্রমিক দলের আহবায়ক শোভন তালুকদার, ডুমরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলামনহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ