ভোলার চরফ্যাশনে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে রেদওয়ান নামের চার বছরের এক শিশুর।
শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আবু তাহের সর্দারের বাড়িতে এই ঘটনা ঘটে।
শিশুর মা বলেন, শনিবার বাড়ির উঠানে অন্যদের সাথে খেলা করছিল রেদওয়ান। সবার সাথে মিলে বাবার বাড়িতে ঘরের কাজে ব্যস্ত ছিলেন মা। হঠাৎ উঠানে রেদওয়ানকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজির পরে একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশু রেদওয়ানের জুতা ভাসতে দেখে। পরে পুকুরে ঘটলায় ডুবন্ত রেদওয়ানকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।
রেদওয়ান ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী মো. রুবেল এর একমাত্র ছেলে।
দুই মেয়ে ও একমাত্র ছেলে রেদওয়ানকে নিয়ে গত ১৫দিন আগে বোরহানউদ্দিন থেকে চরফ্যাশনের হাজারীগঞ্জে বাবার বাড়িতে বেড়াতে আসে মুক্তা।
পানিতে ডুবে একমাত্র ছেলেকে হারিয়ে পাগলের মতো প্রলাপ বকছে মা মুক্তা বেগম। তার বাবার কাছে কি জবাব দিবে হতভাগ্য মুক্তা।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, অপমৃত্যু্র ঘটনাটি মর্মান্তিক এবং হ্নদয় বিদারক। পরিবারবর্গের কোনো অভিযোগ না থাকায় লাশ দানের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল