বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির প্রতিবাদে মুন্সিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা ছাত্রদল। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নীচ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন কাচারী এলাকায় গিয়ে মিছিল শেষে পথসভায় মিলিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম শুভ, শহর ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. রোমান হোসেন, যুগ্ম-আহ্বায়ক আশরাফুজ্জামান অভি, যুগ্ম-আহ্বায়ক রাজিব হাসান নকিব, যুগ্ম-আহ্বায়ক তাহামিদুর রশিদ, ছাত্রদল নেতা কাউসার রাফি, শামীম আলম, তানভীর হাসান জয়, রাফসান রাফি, আল রিয়াদ, মো. সানি শেখ, মো. নিলয়, মো. জিহাদ, পারভেজ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ