গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জাপনুয়ারি) বিকেলে নাগরিক ঐক্যের আয়োজনে ও উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এমএ মতিন মোল্লা, ইপিজেড বাস্তবায়ন কমিটি নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মোস্তকিম আহমেদ, সদস্যসচিব শাকিব হাসান, নাগরিক ঐক্যের নেতা সাধন কুমার মোহন্ত, মামুন খান, মাকসুদুর রহমান, অয়ন সুলতান, আর এস রাশেদ, যুব জামায়াত নেতা ফারুক হোসেন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রস্তবিত ইপিজেড দ্রুত বাস্তবায়ন করে শিক্ষিত বেকার যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। এই ইপিজেড নিয়ে কোন ষড়যন্ত্র গোবিন্দগঞ্জবাসী মেনে নেবে না। শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-রংপুর মহাসড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএ