কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের দৈনিক মজুরীর ভিত্তিতে নিয়োগ পাওয়া শ্রমিকরা। আজ সোমবার দুপুর থেকে তারা কাজে যোগদান করেছে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার জানিয়েছেন।
এর আগে তিন দাবিতে রবিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। তারা কর্মবিরতিতে যাওয়া নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে ময়লার স্তুপ জমেছে।
সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার বলেন, ৬০ বছর বয়স হওয়ায় চাকুরিচ্যুত করা ১৬০ জন কর্মচারীকে বহাল, শ্রম আইন অনুযায়ী স্থায়ীকরণ, সবাইকে পরিচয়পত্র, নিয়োগপত্র ও সার্ভিস বুক এবং বেতন বৈষম্য নিরসন করে প্রাপ্য ভাতা পরিশোধের দাবিতে রবিবার থেকে কর্মবিরতি শুরু করা হয়। এর প্রেক্ষিতে সোমবার বেলা ১১টার দিকে প্রশাসক বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সাথে শ্রমিক নেতৃবৃন্দ বৈঠক করে। তিনি দাবি পূরণের আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। সেইসঙ্গে সকল পরিচ্ছন্নতা কর্মীকে কাজে যোগ দিয়ে বন্ধ থাকা নগর পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
সেলিম আরও জানান, ‘ছাটাই করা ১৬০ জন শ্রমিককে চাকুরিতে পুর্ণবহাল সম্ভব নয়। তবে তাদের পরিবর্তে সন্তানদের চাকুরির ব্যবস্থা করার নিশ্চয়তা দেয়া হয়েছে। আর যাদের ছেলে সন্তান নেই তাদের জন্য নির্ধারিত পরিমানে আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।’
সেলিম জোমাদ্দার বলেন, ‘আমরা শ্রমিকদের বলেছি নাগরিকদের ভোগান্তি লাঘবে আজকের মধ্যে সকল ময়লা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে ৮ ঘণ্টার স্থলে ১০ ঘণ্টা কাজ করতে বলা হয়েছে। সকল শ্রমিকরা এতে রাজি আছেন। ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় আজ যে ভোগান্তি হয়েছে আশাকরি তা আগামীকাল থাকবে না।’
বিডি প্রতিদিন/জামশেদ