গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হসপিটালে অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। ‘সাধারণ জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, এভাবে হাসপাতালের নামে কসাইখানা খুলে নবজাতক ও মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না। চিকিৎসার নামে একের পর এক এমন হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। সেই সঙ্গে বক্তারা হসপিটালটি বন্ধসহ প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসাহাক আলী বলেন, শিক্ষার্থীরা মানববন্ধনে তাদের দাবি জানিয়েছে। প্রশাসনিকভাবে বিষয়টি দেখা হবে। লিখিত অভিযোগ আসলে অবশ্যই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে যথাযথ সেফটি ও আইন না মানলে হাসপাতাল চালাতে দেওয়া হবে না।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। হাসপাতালটি তালাবদ্ধ দেখা গেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সাঘাটার পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলার বাগবাড়ী এলাকার সবুজ মিয়ার স্ত্রী শিরিন আক্তার (২৬) সন্তান প্রসবের ব্যথা নিয়ে সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হসপিটালে ভর্তি হন। পরে সিজারিয়ান অপারেশনে সন্তান প্রসব করানোর চেষ্টা করায় প্রসূতির সদ্যজাত নবজাতকের মৃত্যু হয়। এরপর প্রচণ্ড রক্তক্ষরণ হলে রাত ১২টায় প্রসূতিরও মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এমআই