কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয়েছে বরেণ্য প্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এই আয়োজনে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান ড. নিজামুল করিম।
সভাপতিত্ব করেন কুমিল্লা মডার্ন স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ইরফান হোসেন অর্ণব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃতী ব্যাডমিন্টন খেলোয়াড় তপন ভট্টাচার্য। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অনিমা মজুমদার, কো-চেয়ারম্যান বদরুল হুদা জেনু, কুমিল্লা নওয়াব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর ছেলে জুনাইদ মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন জিলা স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র বিনায়ক সরকার রোহিত। সংগীত পরিবেশন করেন স্কুল শিক্ষার্থী আরাত্রিকা ঘোষ রূপকথাসহ অন্যান্যরা।
সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়, নগরীর ১৩টি স্কুলের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। বালক এককে চ্যাম্পিয়ন হন রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী রাকিবুল হাসান। বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নয়ন ও আবদুল্লাহ আল সিয়াম।
বালিকা এককে চ্যাম্পিয়ন হন পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া। বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হন নওয়াব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী তাহসিন মিষ্পা ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী মারজান আক্তার।
প্রধান অতিথি ড. নিজামুল করিম বলেন, "সৃজনশীল কাজের মাধ্যমে শিশুরা মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে। এই শিশুদের সুন্দর পৃথিবী গড়তে কাজ করেছেন প্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী। তিনি কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এমন আলোকিত মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।"
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অনিমা মজুমদার বলেন, "কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলা কুমিল্লায় দীর্ঘদিন ধরে শিশুদের নিয়ে কাজ করছে। শিশুদের নেতৃত্বের বিকাশে বিভিন্ন সময় তাদের অতিথির আসনে বসানো হয়।"
বিডি প্রতিদিন/আশিক