কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিতের অভিযোগে অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে কলেজের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার (২২ জানুয়ারি) কলেজের ডিগ্রি শাখায় মানববন্ধন করেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদ সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান।
তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের রুমে যা হয়েছে তা শৃঙ্খলা বিরোধী। তারা বহিরাগত ছিল। তারা অধ্যক্ষ মহোদয়কে অবরুদ্ধের চেষ্টা করে। আমরা ভিক্টোরিয়া কলেজের শিক্ষা কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
মানববন্ধনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, আমরা প্রশাসনকে জানিয়েছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষক-কর্মচারী যারা ক্ষুব্ধ হয়েছেন, আপনাদের অনুভূতিকে আমি ধারণ করি। অনার্স দ্বিতীয় বর্ষের কেন্দ্রীয় পরীক্ষা আছে। পরীক্ষা চলবে। প্রশাসনিক কার্যক্রম চালানোর অনুরোধ করছি।
বিডি প্রতিদিন/জামশেদ