গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের বৈদ্যুতিক তার চুরির প্রতিবাদের জেরে শামীম আহমেদ (২৫) হত্যার প্রায় এক মাসেও কোনো আসামি গ্রেফতার হয়নি। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এর প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ এলাকাবাসী।
বুধবার দুপুরে উপজেলার ঠাকুরের দিঘি এলাকায় এ মানববন্ধন করা হয়। এসময় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দারিয়াপুর বাজার এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করা হয়।
সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন নারী নেত্রী অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, প্রভাষক ময়নুল কবীর মন্ডল, খোলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম মৃদুল, ঘাগোয়া বিএনপির সভাপতি আব্দুল আজিজ, কুপতলা বিএনপির সভাপতি লোকমান হাকিম, মালিবাড়ী বিএনপির সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, গিদারী বিএনপির সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা নুরুল আলম সিদ্দিকী পিটন, স্থানীয় সাংস্কৃতিক জোটের সভাপতি শহিদুল ইসলাম, ডা. শাহজাহান আলী, মৃনাল কান্তি বর্মণ, সংস্কৃতি কর্মী আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য সোহেল রানা, ব্যবসায়ী নেতা সেলিম মন্ডল, সংস্কৃতি কর্মী আলী আজম, রবিন ইসলাম সম্রাট প্রমুখ।
বক্তারা বলেন, পুলিশের গাফিলতির কারণে প্রায় এক মাসেও শামীম আহমেদ হত্যার কোনো আসামি গ্রেফতার হয়নি। প্রভাবশালী মহলের সহযোগিতায় আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ফলে বাদী পক্ষের পরিবার-পরিজন চরম হুমকির মুখে রয়েছে। হত্যায় জড়িত আসামিদের অবিলম্বে গ্রেফতারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এদিকে, সড়ক অবরোধের ফলে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য, সদর উপজেলার উত্তর খোলাহাটী এলাকার হোমিও চিকিৎসক ডা. শফিউল ইসলাম রাঞ্জুর ছেলে শামীম আহমেদ। পিকনিকের অনুষ্ঠানের তার চুরির প্রতিবাদ করায় গত বছরের ১৮ ডিসেম্বর শামীমকে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের বখাটেরা মারপিটের পর ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
এতে গুরুতর আহত হন শামীম। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের চাচা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই