মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে নওগাঁয় অসহায়, ছিন্নমূল ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজু শেখের উদ্যোগে রানীনগর উপজেলার মিরাট ও গোনা ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরনের সময় রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলীসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিএনপি একটি বড় দল। যারা বিএনপির গ্রুপিংয়ের কথা বলেন তারা বিএনপির ভালো চায় না। বিএনপিকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির লোকজন দলের নাম ভাঙিয়ে যেন দুর্নীতি, লুটতরাজ করতে না পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ