রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র ও অসহায় মানুষদের হাতে শতাধিক শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন।
মঙ্গলবার বীরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সদস্যরা দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌঁছে দেন।
এ ব্যাপারে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর হোসেন বলেন, আমরা শীতার্তদের দুঃখ-কষ্ট কমাতে চাই। তাই তাদের কাছে গিয়েই শীতবস্ত্র বিতরণ করছি। শুধু সাহায্য নয়, তাদের সঙ্গে মানবিক সম্পর্ক স্থাপন করাই আমাদের মূল উদ্দেশ্য।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক বেলাল হোসেন, কেন্দ্রীয় সভাপতি তানভীর হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, কার্যকরী সদস্য হাবিবুর, আব্দুস সালাম, মাহবুবুল আলম কাজল, রায়হান কবির, সাহিনা আক্তার, শাহরিয়ার, সামিউল ইসলাম, অনিমেষ, হাবিবা, হাসি আক্তার, মিমি আক্তার, মাশফিক, জাহিদ আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই