বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, গত ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না। লুটপাট করে বিগত স্বৈরশাসক দেশটাকে ধ্বংস করে গেছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। বিদেশের মাটিতে বসে নতুন নতুন ষড়যন্ত্র চলছে। দেশকে রক্ষার জন্য দেশের যুবকদের এগিয়ে আসতে হবে।
আজ রবিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- সদস্য সচিব আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজজোহা সেলিম প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা