কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিমের নির্দেশে প্রবাসী বিএনপি নেতা খোকন মিয়ার অর্থায়নে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে এ কম্বল বিতরণ করা হয়।
ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী আবদুল গফুরের সভাপতিত্বে ও যুবদল নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় গাজীরপাড় প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত বিতরণ করা হয়। প্রথমদিনে এক হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম বাচ্চু, লাকসাম পৌর বিএনপির সাবেক সহ- সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনির আহমেদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি শওকত হোসেন সেলিম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারেক, গোবিন্দপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সমন্বয়ক এমরান হোসেন মিলন, সাবেক ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল, যুবদল নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ