বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা-৯ সংসদীয় আসনের বিএনপির দলীয় সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিমের অনুসারী নেতাকর্মীরা এই আয়োজন করে।
জন্মদিনে শহীদ জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জিয়াউর রহমানেন ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মোনাজাত ও আলোচনা সভায় লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হাজী মুহাম্মদ জসিম উদ্দিন, মনজুরুল আলম বাচ্চু, মনির আহমেদ, সৈয়দ জেড,এম শরিফ হোসেন শরিফ, ইসমাইল হেসেন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শওকত আলম সেলিম, প্রবাসী বিএনপি নেতা দিদার হোসেন, ন.ফ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ