টেকনাফের নাফ নদে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ক্রিস্টাল মেথ আইস ও মাদক বোঝাই ইঞ্জিন চালিত একটি সাম্পান নৌকাসহ ৬ জন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বিজিবি টেকনাফ ২-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে মাদকের চালান নিয়ে আসার গোপন তথ্য পেয়ে বিজিবি গত বুধবার (১৫ জানুয়ারি) রাত ১১টার দিকে এ অভিযান চালিয়ে নাফ নদের বাংলাদেশ সীমানায় চোরাকারবারিসহ মাদক বোঝাই সাম্পান নৌকাটি আটক করে। নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ গাঁজাও উদ্ধার করেন।
আটক চোরাকারবারিদের মধ্যে ৫ জন টেকনাফের বাসিন্দা ও আরেকজন কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা। আটককৃতরা হচ্ছেন- টেকনাফের মিঠাপানিরছড়া গ্রামের বাসিন্দা মো ফয়সাল (২০), মো আরমান (২০), বুখার উদ্দীন (৩০), শফিক উদ্দীন (২০), লেঙ্গুরবিলের জসিম উদ্দিন (২১) ও কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা কামাল হোসেন (৩২)। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে থাকা লে. কমান্ডার মো. সাদিক রাফি জানান, নজরদারির মাধ্যমে নাফ নদের মোহনা দিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান আসার খবরে তারা কৌশলগত অবস্থান নেয়। নৌকাটি শূন্য লাইন অতিক্রম করে বঙ্গোপসাগরের মোহনা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশকালে দ্রুত জলযান ফ্যান্টমের সাহায্যে ধাওয়া করে নৌকাটি আটক করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থের বিনিময়ে মিয়ানামার নাগরিক (রোহিঙ্গা), মাদকদ্রব্য এবং বাংলাদেশি পণ্য সামগ্রী চোরাচালান ও মাদক পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/জামশেদ