মুন্সিগঞ্জ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান।
সম্মেলনে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে প্রামাণ্য চিত্র ধারণ করেন আদালত নেজারতের দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।
এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী, জেলা প্রশাসকের প্রতিনিধি মুনতাসির মাহফুজ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. প্রনয় মান্না দাস, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন ও জেল সুপার বদরুদোজা।
এসময় মামলার সঠিক তদন্ত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, যথাযথ প্রক্রিয়ায় মামলা দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, মানিক দাস ও দুরদানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোহাম্মদ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমাউন রশীদ, পুলিশ পরিদর্শক সিআইডি মেজবাহ উদ্দিন আহম্মেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, কোট পুলিশ পরিদর্শক মো. রাশেদ খান চৌধুরীসহ থানার অন্যান্য সার্কেলের পুলিশ সুপার ও থানার ইনচার্জরা।
বিডি প্রতিদিন/এমআই