নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদককারবারি ও সন্ত্রাসীদের সামাজিকভাবে প্রতিরোধ করার লক্ষ্যে সাত সমাজের মসজিদ কমিটি ও ঈমামদের উদ্যোগে স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাড়াগাঁও পশ্চিমপাড়া মসজিদের সভাপতি হাবিবুর রহমান।
এসয়ম পাড়াগাঁও মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পাড়াগাঁও পূর্বপাড়া জামে মসজিদের সহ- সভাপতি সেকান্দর আলী, হাজিবর রহমান, পাড়াগাঁও মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি হাজী শফিউল্লাহ মোক্তার, পাড়াগাঁও পশ্চিমপাড়া মসজিদের সাধারণ সম্পাদক হাজী জাকির খন্দকার, লাভরাপাড়া জামে মসজিদের সভাপতি নুরে আলম মিয়া, সাধারণ সম্পাদক ওসমান গণি, লাভরাপাড়া উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, ঠাকুর বাড়ির টেক জামে মসজিদের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া, পাড়াগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদের ঈমাম মাওলানা আকরাম হোসেন, পাড়াগাঁও বাজার মসজিদের ঈমাম তৈবুর রহমানসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই