দিনাজপুরের চিরিরবন্দরে একটি তুলার গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার আলোকডিহি ইউনিয়নের চম্পাতলীবাজারে আশরাফ আলীর মিলের মনজের আলীর মনিরা কটন হাউজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে মনজের আলীর মনিরা কটন হাউজে কাজ করতে গিয়ে শ্রমিকরা আগুন দেখতে পায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আগুনে ৫টি ঘরে রাখা গার্মেন্টেসের সব তুলা পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত মনজের আলী বলেন, আগুনে ঘরে রাখা সব তুলা পুড়ে গেছে। পুঁজির সবটুকু এই ব্যবসায় দিয়েছি। আমরা নিঃস্ব হয়ে গেছি।
মনজের আলীর ছেলে লিমন হোসেন জানান, গত ৬ জানুয়ারি দুই ট্রাক তুলা ঢাকা থেকে এসেছে। সেগুলোও আগুনে পুড়ে গেছে। এনজিও থেকে ঋণসহ ধার-দেনা করে তুলাগুলো নিয়ে এসেছি। এগুলো বিক্রি করে ধার-দেনা পরিশোধ করবো। কিন্তু আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। আগুনে পুড়ে মনিরা কটন হাউজের মেশিনসহ অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই