বিদ্যমান ভ্যাট বহাল রাখার দাবিতে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন হবিগঞ্জের ব্যবসায়ীরা। সোমবার বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তারা জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
এতে উল্লেখ করা হয়, হবিগঞ্জের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সরকারি সকল নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করে আসছে। এর সাথে অনেক ছোট-বড় ক্ষুদ্র ব্যবসায়ীরা জড়িত। করোনা ও রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ীরা অনেকে ক্ষুদ্র ও বৃহৎ ঋণে আক্রান্ত। তার উপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ব্যবসা পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। এমন অবস্থায় ৭.৫% থেকে ১৫% করার পরিকল্পনা করছেন সরকার।
ব্যবসায়ীরা বলছেন, যদি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হয়, তাহলে ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে। এমতাবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারীরা তাদের পরিবারসহ কর্মহীন হয়ে পড়বে। এ ছাড়াও এই মুহূর্তে ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধি করলে ভোক্তা পর্যায়ে অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় বিদ্যমান ৭.৫% ভ্যাট বহাল রেখে ব্যবসায়ীদের সংকট থেকে উত্তরণ ও ব্যবসার পরিবেশ স্বাভাবিক রাখার দাবি রেস্তোরাঁ, মিষ্টি ও বেকারি মালিক সমিতির।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক মো. আলমগীর, ক্যাবের সভাপতি দেওয়ান মিয়া, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভসহ সমিতির শতাধিক নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই