কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিদিনই ভারত-বাংলাদেশ সীমান্ত টপকে ভারত থেকে বাংলাদেশে অজস্র মাদক প্রবেশ করছে। পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে অধিকাংশ মাদক বাংলাদেশে প্রবেশ করায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালাচ্ছে।
এরই ধারাবাহিকতায় চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশকালে ধরলা নদীর ফুলবাড়ী সেতুর পশ্চিম পাড়ে পুলিশ বক্সের সামনে গতকাল রাতে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-ফুলবাড়ী উপজেলার রোশন শিমুলবাড়ী গ্রামের আজিজার রহমানের ছেলে সাহেব আলী, চর সোনাইকাজী গ্রামের আব্দুস সামাদের ছেলে জাহিদ হাসান ও তালুক শিমুলবাড়ী গ্রামের নুর মিয়ার ছেলে সাইদুল ইসলাম।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ