নাটোরের লালপুরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ১২ কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। তারা ইমো অ্যাপ ব্যবহার করে সাইবার অপরাধ ও ব্ল্যাকমেইল করার পাশাপাশি নিয়মিত মাদক সেবন করত। গতকাল উপজেলার বিলমাড়িয়া থেকে তাদের আটক করা হয়। তারা ইমো অ্যাপের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিত।
এ ছাড়া তারা নিজেদের কিশোর গ্যাং পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার এবং যুবসমাজকে মাদক সেবনে উদ্বুদ্ধর চেষ্টা করত। অভিযানের সময় ১৬টি অ্যান্ড্রয়েড ও ১২টি বাটন ফোন, ৩০টি সিমকার্ড, একটি দেশি অস্ত্র, ইয়াবা এবং গাঁজা জব্দ করা হয়। পরে তাদের লালপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।