কুড়িগ্রামে যাত্রা শুরু করেছে ‘সুস্বাস্থ্য’ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। দুর্গম চরাঞ্চলের ৩৮ হাজারেরও বেশি মানুষকে আধুনিক প্রযুক্তিনির্ভর মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে এ সেবা কেন্দ্রের যাত্রা বলছেন সংশ্লিষ্টরা। গতকাল কুড়িগ্রামের চর নারায়ণপুরে এ স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ১৫টি চরের ৩৮ হাজারেরও বেশি মানুষ এর সেবার আওতায় আসবেন। সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, ডা. আ.ন.ম গোলাম মোহাইমেন উপস্থিত ছিলেন।